মুঠোযন্ত্রের

এক মুঠোযন্ত্রের যন্ত্রনায়
বিকেলসব রঙ হারায়,
সন্ধ্যা গুটিয়ে যায়,
পড়ে ছেদ ভালোবাসায়।
মানবীয় যত অনুভূতি
হয়েছে যন্ত্রের পুঁথি।

রাত্রির মায়া অলখে
কবেই হারিয়ে গেছে।
অদৃশ্য নিয়ন্ত্রণে
সময় চুরি হয়েছে।

জীবন যাপন মুঠোয়
ভরা কারাগারে রয়।
মুঠোযন্ত্রের মন্ত্রণায়
প্রাণের ছোঁয়া হারায়।

মন্তব্যসমূহ

  1. ভাই আমার লেখাটা এখানে দিলেন - একবার জিজ্ঞাসা করলেই তো পারতেন

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা