ধর্ষক আমি
আমি ধর্ষক আমি দর্শক
আমি মৌন গোলাপ ফুল
আমি চেতনা আমি দ্যোতনা
আমি তপ্ত নদীর কূল।
আমি অশ্লীল আমি সুশীল
আমি সাধুরূপী ভণ্ড
আমি অজাত আমি কুজাত
আমি চেতনার দণ্ড।
আমি আশ্বাস আমি বিশ্বাস
আমি নর জাতির গর্ব
আমি সাধক আমি মাদক
আমি নষ্ট গদ্যের পর্ব।
আমি গৌরব আমি সৌরভ
আমি সৃষ্টিতে রণ তূর্য
আমি শাসক আমি যাজক
আমি নষ্ট পিতার বীর্য।
আমি রক্ষক আমি ভক্ষক
আমি পঁচা নর্দমা কীট
আমি শিক্ষক আমি ভিক্ষুক
আমি মুদ্রার এপিঠ ওপিঠ।
আমি নিষ্পাপ আমি প্রলাপ
আমি অভিশাপ কৃতির
আমি লজ্জিত আমি সজ্জিত
আমি বেজন্মা নর বীর।
আমি মানব আমি দানব
আমি মানিনা কে শিশু
আমি অস্থির আমি বধির
আমি হিংস্র বনের পশু।
আমি যে পিতা আমি যে চিতা
আমি ভয়ংকর রূপ যীশু
আমি ধৃষ্টতা আমি মিষ্টতা
আমি বিপ্লবী সুভাষ বসু।
আমি ঘাতক আমি চাতক
আমি লজ্জা এ জাতির
আমি হাম্বির আমি গম্ভীর
আমি বিস্ময় বিধাত্রীর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন