অস্তিত্ব

সম্ভবত খুব শীঘ্রই মারা যাব আমি ঘাতকের হাতে, অসাধারণ পরিপক্ষ এই হত্যা ষরযন্ত্রের সাথে জরিত আমার খুব বেশি ভালোলাগার একজন মানুষ। তাকে একটি পত্র লিখে সিলগালা করে রেখে দিয়েছি খুবই আস্তাভাজন আরেকজনের কাছে। আমি মরে যাবার পর তাকে পৌছবে বলে।

আমার না থাকা জুরে থাকব আরো বেশি আমি..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা