চলে যাক আনমনে অস্তিত্বের রেখা, জেগে উঠুক ঘোর স্বপনে অযাচিত সব ব্যাথা । যা ছিল নিয়ে যাক গহীন থেকে আরও গহীনে, নিমজ্জিত হোক করুণ সুর। এ পথে আসা যাওয়া, ক্লান্ত পদচিহ্ন আর ধুলোর রণক্ষেত্র ফের বদলে যাক, মুছে যেতে থাকে যুদ্ধের ইতিহাস, অগণিত রক্ত কণিকা, যে মাঠে খেলেছে, সেখানে গোলা বারুদ জ্বলজ্বল চোখে চেয়ে রয়। আমিও একদিন লড়াই করেছিলাম একটা সবুজ দূর্বা ঘাসের জন্য, একটা মেঠো পথের জন্য, এক থালা ভাত, আর এক মায়াময় চোখে তাকিয়ে থাকা মায়ের জন্য। আমি জিতেছিলাম হৃদয়ের কোঠর থেকে উস্কে দেয়া হাসি, হয়েছিলাম আলোকিত এক গল্পের পৃষ্ঠা। তবে সে পৃষ্ঠা মলাটে বাধা বই হয়নি একটা পরিচ্ছদ মাত্র, তারপর থেমে যায় গল্পকার, জমে থাকা সময় ফুরিয়ে গিয়েছিল আমার অজান্তে, আর উপসংহার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা