তুমি
তুমি ছাড়া বিকেলটা বড় ক্লান্ত লাগে
তুমি ছাড়া সময় কাটে শ্রান্ত বেগে,
তুমি ছাড়া ভোরের আলো আর ফোটেনা
তুমি ছাড়া একমুঠো ফুল আর জোটেনা।
তুমি আছ বলেই রাত্রি এত মধুর
তুমি আছ বলে কষ্ট রয় সুদূর,
তুমি আছ বলেই রাত কেটে যায় ভোরে
তুমি আছ বলেই হারাই রোজ তোমার হাসির তোড়ে।
তুমি ছিলেনা কায়া ছিলোনা
তুমি ছিলেনা মায়া ছিলোনা,
তুমি ছিলেনা মানুষটা মানুষ ছিল না
তুমি ছিলেনা ফানুসটা হাওয়ায় ভাসেনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন