ব্যর্থ রূপান্তর
আমি সে হরেক রুপে এসেছি,
তোমার দুয়ারে,
তুমি ভেবেছো স্রোত আমায়,
ভেসে আসে যে কোন জোয়ারে!
নয়তো বা ভেবেছো শেওলা,
যে ভাসে এ'কূল - ও কূল;
হয়তো বা কোন মরিচীকা,
চোখের দেখা কোন ভুল!
ভেবেছো কভু বা শীতের পাখি,
তোমার আঙ্গিনায় চেয়েছে আশ্রয়,
তুমি তাড়াও নি হয়তো ক্ষোভে,
বিশ্বাসে-ভালোবেসে দাওনিতো প্রশয়।
আমি নিজেকে করেছি শিশির,
মিশে গেছি ঘাসে...
প্রতি ভোর সন্ধ্যায় তুমি নামলে,
তোমার পায়ের পরশ যদি আসে!
ভালোবেসে কত রূপ ধরি,
কত ঘুরি তোমার চারপাশ,
তোমার চোখে সে দেয়নি তো ধরা,
ছোঁয় নি তো কভু তব বিশ্বাস!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন