হাওর পাড়ের মানুষ কাকে চায়?

উজান ঢলের পানিতে সাবাড়
আগাম বন্যায় ভেসেছে দেশ,
পানির নীচে ধান পঁচেছে
সৃষ্টি হয়েছে অ্যামোনিয়া গ্যাস।
এতে করে ক্ষতি হয়েছে
মৌলভীবাজার আর সুনামগঞ্জ,
নেত্রকোণাসহ কবলিত হয়েছে
হবিগঞ্জ আর কিশোরগঞ্জ।
সাপ মরেছে, ব্যাঙ মরেছে
মরেছে পাখি, মরেছে হাঁস,
সোনাফলা ফসল হারিয়ে
হাওর পাড়েরর কৃষক নাশ।
কৃষক, জেলে খামারি কাঁদে
মাথায় দিয়ে হাত,
বন্যায় মোদের ভাসিয়ে নিয়েছে
আগামী দিনের ভাত।
সোনার দেশের এই এলাকাগুলোর
লোকজন নিয়ে কেউ ভাবেনা,
রোহিঙ্গা নিয়ে সারাদেশ মত্ত
যাদেরকে শেষে পাবে না।
দূযোর্গ এলে আসে বাংলায়
সুযোগ এলে চলে যায়,
বন্যায় ভেসেছে দেশের মানুষ
আসলে কে-কাদের চায়?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা