অাত্মার সাথে সন্ধি

আমি নিজেরে ভাঙ্গি,
নিজেরে গড়ি,
নিজের সাথে
নিজেই লড়ি,
তাইতো বিশাল সীমানা ছাড়ি-
শূ্ন্যে বাঁধি বাসা!
আমি আমার মনের মাঝি,
হঠাৎ ডুবায়, হঠাৎই ভাসি,
তাইতো হঠাৎ নিজের সাথে-
নিজের ভালোবাসা!
আমি নিজেই চলি,
নিজেই বলি,
নিজে রঙ আর
নিজেই তুলি,
শিল্পী/কবি নিজেই সবি-
কবিতা-ক্যানভাসে!
আমি নিজে পথ
আর নিজেই পথিক,
নিজে ভুল
আর নিজেই সঠিক,
বীর আর ভীতু সবিই আমি-
সাহসে কি ত্রাসে!
আমি প্রেম আর আমিই মোহ,
সুখ আমি আর আমিই দাহ!
আমি প্রেমিক কিংবা প্রতারকই-
হৃদয়েরই খেলায়,
আমি চাওয়া আমি না পাওয়া,
আমি আদম আমিই হাওয়া,
আমি বাদী আমি বিবাদী-
বিচারেরই বেলায়!
আমি পাপ আর আমিই পূণ্য,
আমি ভরপুর,আমিই শূন্য
আমি মানুষ আমিই ইবলিস
কাজের ব্যবধানে!
আমার মাঝে আমি নই,
হাজার প্রভেদ ধরে রই,
হাজার রূপে দিনাতিপাত-
অসম:সমানে!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা