সুবোধ

সুবোধ তুই অায়রে ফিরে
সময় এখন পক্ষে তোর৷
রাতের কালো অাধার কেটে
সূর্য নিয়ে অাসছে ভোর৷
পালিয়ে যাওয়া ঠিক হবেনা
এই অাহবানে জাগুক বোধ,
রুখতে হবে সব অনাচার
গড়তে হবেই প্রতিরোধ৷
কোন মুখে তুই পালিয়ে যাবি
এই বিষয়টা জেনে৷
সময় এখন বাংলাদেশের
বিশ্ব নিচ্ছে মেনে৷
সুবোধ তুই অায়রে ফিরে
জাগবো সবাই তোকে ঘিরে
পালানোর দিন শেষ৷
এখানে তোর থাকাটা চাই
জেনে রাখিস অামরা সবাই
একটি বাংলাদেশ৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা