'বেশ-আছি'
ভালবাসা !
সে তো মিথ্যে আশা,
প্রেম !
মনের পন্ড শ্রম,
স্বপ্ন !
অনেক আগেই বিপন্ন,
খুশি !
মেঘে ঢাকা শশী,
সুখ !
অপেক্ষায় কাটলো যগ,
কষ্ট !
এটাই আছে অবশিষ্ট,
সোনালি দিনের অপেক্ষায়
কৃত্রিম হাসির আড়ালে
নীল রঙের আলপনায়
আনন্দেই আছি, ভাল আছি !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন