শহিদের রক্তের মূল্য
রক্তস্লানে ভেসে গেল যাদের,
টুকরো দুটো প্রান,
তারা আজ কি পেল সৃত্মিশোধে
রক্ত মাখা জামা চিহ্নের অম্লান।
কে নিল তার স্বজন খোঁজ
একটু খবর চেয়ে,
কতজনে আজ সুরে সুর মিলাল
স্বাধীনতার গান গেয়ে ।
দু মুঠো মায় পায় না ভাত কি করব যে
আমার কপাল দুঃখ হলে,
পোলাটি মোর যুদ্ধ যে গেলো আর যে
এল না আমায় ফেলে।
ভিক্ষা করে খেয়েছি কত আর পারি না রতে,
ছেলেটি আমার কেন যে গেল ছিল না কপালেতে।
কি পেল যা রক্ত দিয়ে রক্ত আজো ঝরে,
হাসি মুখে পাটা বুকে ফিরল না আর ঘরে।
স্বাধীন হল দেশের মানুষ বড় স্বাধীনতা ভাই,
নিজের ভাই রক্ত চুষে কেমনে করব তো লড়াই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন