স্বাধীনতা - এই শব্দটি কবে আমাদের হবে
স্বাধীনতা - এই শব্দটি কবে আমাদের হবে
একটি কবিতা লেখা হয়েছিল, তার জন্য রক্ত আর অশ্রু দিয়ে পঙক্তি রচনা করেছিল
লক্ষ লক্ষ উন্মত্ত, ব্যাকুল, বিদ্রোহী -
নারী, পুরুষ, শিশু, যুবক ও যুবতী,
নয় মাস ধরে রক্ত সমুদ্র পাড়ি দিয়ে,
লিখেছিল সেই কবিতা- স্বাধীনতা।
এই ছিন্নভিন্ন হয়ে যাওয়া স্বপ্নের মৃহদেহ সেদিন ছিলনা,
এই শ্বাপদে ভরা পাতা ঝড়া বিবর্ণ উদ্যান সেদিন ছিলনা,
এই তমসাচ্ছন্ন ধোঁয়াশা রাত সেদিন ছিলনা।
তাহলে কেমন ছিল সেদিনের সেই বিজয়ের মুহুর্তটি?
তাহলে কেমন ছিল এই ধারালো অস্ত্র,ছিটকে পড়া মগজ আর ছিন্নভিন্ন দেহে ঢাকা এই দেশ খানি?
জানি, সেদিনের সব স্মৃতি, মুছে দিতে হয়েছে উদ্যত
কালো হাত।তাই দেখি কবিহীন এই বিমুখ অঞ্চলে আজ
কবির বিরূদ্ধে কবি,
ধর্মের বিরূদ্ধে ধর্ম,
ভালোবাসার বিরূদ্ধে ঘৃণা,
মানুষের বিরূদ্ধে মানুষ।
হে অনাগত শিশু, হে আগামী দিনের বন্দী,
শয়তানের হিংস্র থাবার নিচে চলতে চলতে তুমি
একদিন সব জানতে পারবে; আমি তোমাদের কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ সময়ের গল্প।
সেই সময়ের রূপ ছিল ভিন্নতর।
না মৌলবাদ, না পশুর গর্জন- এসব কিছুই ছিলনা,
শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত
মাঠ ছিল মানুষের সুখে ঢাকা, আনন্দে আনন্দময়।
আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল
এই শহরে আর মাঠের সবুজে।
কপালে কব্জিতে লাল সবুজ বেঁধে
এখানে ছুটে এসেছিল যুদ্ধক্ষেত্র থেকে তরুণ যোদ্ধা,
অশ্রুতে ভেসে এসেছিল তোমার মায়েদের দল,
শত্রুকে বিনাশ করে এসেছিল বীর সৈনিকেরা,
লাশ কাঁধে এসেছিল মধ্যবয়সী পিতা।
হাতের মুঠোয় আশা, আর চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত,
নিম্নবিত্ত, ঘরহারা, সহায় সম্বলহীন, বেশ্যা,ভবঘুরে,
আর তোমাদের মত শিশু- মুক্তিযুদ্ধের জীব্রাইলেরা,দল বেঁধে।
একটি কবিতা সৃষ্টি হয়েছিল, তার জন্যে কী স্বর্গীয় সুখ মানুষের- "জয় বাংলা, জয় বাংলা"।
শত বছরের শত সংগ্রাম শেষ হবার আগেই,
ওরা কেড়ে নিল আমাদের কবিকে।
জাতির পতাকা খামচে ধরলো শত বছরের
পুরানো সে শকুন।
ছড়িয়ে পড়লো মহামারী-রন্ধ্রে রন্ধ্রে,শিরায় শিরায়।
সেই মহামারী গ্রাস করে নিল নগর,বন্দর,গ্রাম,ফসলের ক্ষেত, স্কুল, লাইব্রেরি,তোমার দোলনা আর আমাদের কবিতা।
শ্বাপদের আঘাতে,থকথকে মগজ লুটিয়ে পড়লো রাস্তায়,
এখানে ওখানে বিস্ফোরিত হল আত্মঘাতী টিউমার,
রক্তে আর ক্লেদে নোংরা হয়ে গেল আমার লাল সবুজ পবিত্রতা,
আর স্বাধীনতা?
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমরা হারিয়ে ফেললাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন