মুক্ত ছড়া

ছোট্টো হাতের মুঠোয় মানায়
টাটকা ফুলের তোড়া;
কে তুলে দেয় ওদের হাতে
খড়্গ-কৃপান-ছোরা?
ওদের হাতে দাওনা পুতুল,
রঙিন ছবির বই~
রাম-দা হাতে মিছিল করা
মানাচ্ছিল কই?
এমন তোমার ধর্ম খেলা
এমনি রাজনীতি,
শিশুর হাতে অস্ত্র দিয়ে
বাড়াতে চাও ভীতি।
ওরাই গাছের ছোট্টো চারা
সবুজ প্রাণের বানী--
বন্ধ করো চোখ রাঙানো
অযথা প্রাণহানি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা