হতাশা

প্রচন্ড তৃষ্ণা চেপে হাইহুতাশে ভোগাচ্ছে অন্তহীন,
এক-গ্লাস আকাঙ্খা,
একমুষ্টি আবেগ,
ভীষণ পুড়াচ্ছে ইদানীং।
লোডশেডিং এর মতো ধপ করেই উদাও,
এতোদিনের জমানো জোৎস্নাবিলাস!
ক্ষণে ক্ষণে জ্বলে-নিবে জোনাকির আলো,
পূর্বাকাশে কাত হওয়া সূর্যরশ্মির বিনাশ।
ভাবনার অতল সমুদ্রের কোলাহল,এখন নিস্তব্ধ!
গাণিতিক সূত্রে গোলমেলে বিপর্যস্ত,
বোধহয় অধিক বিশ্বাসটাই ভুল ছিল,
এস্ট্রের ছাই যেন ছায়াবৃত্ত।
বৃষ্টি কিংবা জ্যোৎস্না বিলাসে বিপর্যয়ে বিধস্ত,
অন্তঃদন্ধে যুক্তি বিতর্কের চূড়ান্ত,
নেই অবকাশ হাইহুতাশে ডুবন্ত,
অহিনকুলের সীমাহীন নৈরাজ্যে,আধতে চাই অন্তত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা