মৌচাক আর বর্তমান সমাজ

#মৌচাক_আর_বর্তমান_সমাজ !
মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে!
মৌচাকে মৌমাছিদের রাণী,সৈনিক আর শ্রমিক এই তিনটি পর্যায় থাকে। রাণী একজন! যে এই পুরো মৌচাক টা নিয়ন্ত্রণ করে! যদি আরেকজন প্রতিদ্বন্দি রাণী হতে চায়! তাহলে, দুজনের মধ্যে যুদ্ধ হবে। যে জিতবে সে রাণী হবে। যে হারবে সে মরবে!
সৈন্যরা দাঁড়িয়ে এই মজাটা দেখবে আর শ্রমিকগুলো তাদের কাজ করে যাবে!
মৌচাকের কাহিনীটা এমনি এমনি বলিনি...
আমাদের সমাজেও তিন শ্রেণীর মানুষ আছে! জানেন?
একদল নেতৃত্ব দিতে চায়! যে করেই হোক! একজনকে ডুবিয়ে! হুমকি দিয়ে, হাতাহাতি করে, মেরে হলেও নেতৃত্ব চাই ই চাই! শুধু নেতৃত্ব চাই! "নেতৃত্ব!"
আরেক শ্রেণির মানুষ দাঁড়িয়ে শুধু মজা দেখবে! এরা শুদ্ধ বাঙলায় "ফাতরামী" যাকে বলে! সেটা আরকি! কিছু করতে পারলেও করবে না!
বাকিরা সাধারণ জনগণ। এদের হাত পা গুটিয়ে প্রতিনিয়তই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। কিছু করার নেই তো। নিজের কাজ করতে পারবে তো করো! নয় মরো!
সব আমার বাস্তব অভিজ্ঞতা! একটু ঘুরিয়ে বললাম! সোজাসুজি বলতে পারতাম! যদি প্রথম শ্রেণীর হতাম! কিন্তু ভাগ্য! আমি তৃতীয় শ্রেণীর। কিছু করতে পারবো না হাত পা বাঁধা!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা