মুক্তি
কালো গাড়িটা ছুটছে দ্রুত গতিতে। হাইওয়ে দিয়ে গেলে সমস্যা হবে তাই অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। জানালার কালো কাঁচের ভেতরে কিছু দেখা যাচ্ছে না। গাড়িতে মানুষ পাঁচজন। একজন গাড়ি চালাচ্ছে, তিন জন সিটে বসে আছে। মোবারক সাহেবকে মেঝেতে চোখ বেঁধে বসানো হয়েছে। ভাঙা রাস্তায় গাড়ি নড়ে উঠলেই মানুষগুলো তাল মিলিয়ে দুলছে। মোবারক সাহেব ব্যালেন্স রাখতে পারছেন না। বারবার হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছেন। লোকগুলো আবার তাকে টেনে উঠাচ্ছে।
আজ অনেক দিন পর তিনি মাটির কাছাকাছি বসেছেন। দামী অফিসের, দামী চেয়ারে বসতে বসতে মাটির গন্ধই যেনো ভুলে গিয়েছেন। টাকা উপার্জন করতে করতে নিজেকেই হারিয়ে ফেলেছিলেন। কিডনাপার'রা বুঝতেও পারলো না তারা আসলে তাকে মুক্তি দিচ্ছে। মুক্তি!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন