আমি

যে পথ সে আমায় দেখিয়েছিলো দিয়েছিলো কথা ' করিয়েছিলো শপথ
সে পথ আজ আর আমার জন্য নয় কালো নিশিতে মালয় সাগরে অন্ধকারছন্ন কঠোরে।
আমি সুদীর্ঘ বছর'
আমি করুনয়ালয়'
আমি দিবা রাত্রী'
আমি আমার হাতে বাধা!
আমি পরাধীন'
আমি যন্ত্রনা'
আমি ক্ষুর্ধাত তৃষ্ণার্থ এক বছরের বাধানো মরিচিকা!
আমি নিশি রাত্রী গমন কারী পাথর'
আমি মৃত কোন অমানুষ।
আমি আমার হাতে বাধা!
যে পথ আমায় দেখিয়ে ছিলো দিশা সে পথে আর আমি যেতে চাইনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা