ন্যায় বিচার

এই দেশে একমাত্র ন্যায় বিচারক ছিলেন প্রবীর মিত্র। তার স্ত্রী সাবানা উকিল আর কন্যা মৌসুমি উকিলকে অগ্রাহ্য করে ওমর সানীর ফাঁসি দিয়ে দিতেন। তবে ঝামেলা করতো দিলদার, ম্যাজিস্ট্রেট রুমাল ফেলার আগ মুহূর্তে কিভাবে কিভাবে যেন ফাঁসির মঞ্চে সাক্ষী এনে উপস্থিত করাতো। সাদা রুমাল হাতে ম্যাজিস্ট্রেট সাথে সাথে ওমর সানীকে খালাস করে দিতেন। ওমর সানী হাজত থেকে বের হয়ে এসে বাচ্চা উপরে তুলে ধরতো।

আহা, সেই ন্যায়বিচারের দিনগুলো আজও মনে পড়ে...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা