প্রিয়মানবী
দাবী আদায়ের মিছিলে গিয়ে তোমার চোখভর্তি হাহাকার দেখেছি।
আচ্ছা প্রেম আর বিপ্লব কি কখনো হাত ধরাধরি করে চলে?
তবে কেন রাজপথে তোমার শ্লোগানে বাড়ে আমার বিশ্বাসের তীব্রতা?
বৃষ্টির জলে তোমার পোস্টারের রঙ ধুয়ে যায়। তোমার আবছা পোস্টারের ঝাপসা রঙ কেমনে বাড়ায় আমার প্রেমের গভীরতা?
আমি জানি না এসব, তুমি জানো কি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন