দূরত্ব

সমস্ত শুভেচ্ছা লেখা জলে...
এ জল কখনও--
পৌঁছবে তোমার সমতলে?
পাতার সবুজ থেকে চুঁইয়ে পড়ছে রোদ
ঘাম থেকে স্ফুলিঙ্গ
আর আমাদের কথারা বায়ুমণ্ডলে।
সমস্ত বিষাদ আঁকা শূন্যতায়
অংকনের দাগ গেছো ভুলে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাক্ষসী। পর্ব-১

প্রথম প্রেমপত্র

বুঝতে পারা